এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩


শুকিয়ে যাওয়া নীল গোলাপের সাথে তোমার
কথোপকথন
By: Icarus Er Dana যান্ত্রিক নগরীর ব্যাস্ততার
ভীরে আস্তে আস্তে কিভাবে যেন নিজেও
যান্ত্রিক হয়ে পড়েছি বুঝতেই পারিনি। মনের
স্মৃতির পাতায় এখন আর কেউ
উকি মারেনা কিংবা রাত জেগে চাঁদের আলোয়
অতীতের কোন চিঠিও পড়া হয়না। এত সব কিছু ভাবার সময়ও পাইনা আসলে। তবে অলস ঘুমহীন
রাতে কখনো কখনো মনের ভুলে দু’একবার তোমার
সাথে কথা হয়ে যায়। তেমন কোন রাতে হঠাৎ
করেই যেন মুঠোফোনটা বেজে উঠে......
“হ্যালো...”
“কেমন আছ?” “কে বলছেন?”
“এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে?”
“ওহ, তুমি?...”
“সত্যিই মনে হয় ভুলে গেছ!”
“নাহ,কিছু মানুষকে সহজে ভোলা যায়না,
ঘৃণা করার জন্য হলেও মনে রাখতে হয়...কথাটা কার কাছে যেন
শুনেছিলাম। আমারও সেটা মনে হয়।
তবে ভুলে যাওয়ার জন্য দীর্ঘ ছয় বছর সময়
কি যথেষ্ট না?”
“যথেষ্ট কিনা জানিনা, তবে আমি ভেবেছিলাম
তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না।“ “ব্যাপারটা আসলে পারা না পারার
কিনা জানিনা, তবে সময় আর তুমি দুজনেই
আমাকে এ ব্যাপারে সাহায্য করেছ।”
“আমি... কিভাবে?”
“থাক, সে কথা নাহয় নাই’বা শুনলে... অতীতের
দুঃস্বপ্নগুলো আর মনে করতে চাইনা।” “কেমন আছ কিন্তু বল্লেনা”
“যেমন থাকার কথা... কেন তুমি কি ভেবেছ
আমি এখনো তোমার মায়ার জালে সারাজীবন
বন্দী থাকব?।”
“এভাবে বলছ কেন?”
“আচ্ছা বাদ দাও, বল এতদিন পর হঠাৎ কি মনে করে?”
“কেন, কোন উদ্দেশ্য ছাড়া তোমাকে কল
করা যায় না?”
“সেটা অন্য কেউ হলে বলা যেত। ”
“নাহ, তোমার কথা অনেকদিন ধরেই
মনে পড়ছিল,অনেক কষ্টে তোমার এই নতুন নাম্বারটা যোগার করলাম...
আচ্ছা তুমি নাম্বার কেন বদলালে ?”
“অপ্রত্যাশিত কেউ যেন আমাকে খুঁজে না পায়।”
“আমিও কি তোমার কাছে অপ্রত্যাশিত?”
“ছয় বছর আগে হয়ত ছিলেনা, সময় বদলায়...
সাথে সাথে মানুষের প্রত্যাশাও ” “তুমি কি আমাকে এখন অনেক ঘৃণা কর?”
“সেটা জেনে কি হবে?”
“কিছু হবেনা, এমনি বললাম। আচ্ছা,
তুমি এখনো বিয়ে করনি কেন?”
“তেমন কাউকে এখনো পাইনি বলে, যখন পাব
তখন অবশ্যই করব। চীরকুমার থাকার ইচ্ছা নেই”
“তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তোমার
সুখী বিবাহিত জীবন দেখতে ইচ্ছা করছে।”
“আমার বিবাহিত জীবন তোমার না দেখলেও
চলবে, তোমার বিবাহিত জীবনের কি অবস্থা?”
“আমাদের ডিভোর্স হয়ে গেছে দুই বছর হল।” “ওহ, আই অ্যাম সরি...”
“আমার সিদ্ধান্তটা আসলে আমার জীবনের
সবচাইতে বড় ভুল ছিল, ওকে আমি চিনতে ভুল
করেছিলাম”
“তারপর...কি করছ এখন?”
“একটা প্রাইভেট ফার্ম এ আছি” “ভাল।”
“তুমি অনেক বদলে গেছ। আগে শুধু তুমিই
কথা বলতে, তোমার কথা শেষই হতনা। ফোন
করলে রাখতেই চাইতে না, আমি বিরক্ত
হয়ে যেতাম...। আর এখন তোমার মুখ দিয়ে কথাই
বের হচ্ছেনা। কেমন যেন করে কথা বলছ তুমি।”
“আগের তুমিও তো নেই!”
“একটা কথা বলি?”
“বল।”
“আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, তবু
বলছি... আমাকে যদি পার প্লিজ ক্ষমা করে দিও?”
“তোমার জন্য রাখা আমার নীল
গোলাপগুলী শুকিয়ে গেছে অনেক আগেই।”
“মানে?”
“মানে,
আমি যদি তোমাকে কখনো ক্ষমা করি তাহলে আমার আত্মা আমাকে কখনো ক্ষমা করবেনা!!






NaHiD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন