এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

বুদ্ধের শান্ত দুটি চোখ

বুদ্ধের শান্ত দুটি চোখ

 

এই পাপ তোমার
এই পাপ আমার
আবহমান বাংলার খন্ডে খন্ডে-
খন্ডিত ইতিহাসের নতুন পাতার।

এই পাপ আমার !
শব্দ রাশির নিরব মৌনতার নদী
ক্ষুদ্র জাতিসত্বা ধ্বংসে
সাম্প্রদায়িক সর্বনাশা কাঁমড় !

এই পাপ তোমার !
কোটালী পাড়ার রামশীল উচ্চ বিদ্যালয়
উদীচির জোৎস্নার সমুদ্র-ভাঙনের শব্দ
রামু-উখিয়ায়- বৌদ্ধ বিহারে
ধ্বংস স্তুপে পড়ে থাকা, বিষন্ন দেবতা।

এই পাপ আমার !
বিধাতার রক্তে রন্জিত আকাশ
নিথর-রজনীর আর্তনাদ
নয়নের-জলে জ্বলসে ওঠা
ধরিত্রীর নির্মম আঘাত।

এই পাপ তোমার
অতিক্রুদ্ধ জাগোর সূর্যের
জ্বালনালী বিস্ফোরনের মত বিস্ফোরন
দেবতার মুন্ড হাতে, বয়সিনীর বিলাপ

এই পাপ আমার
চিন্হহীন ধ্বংসযঙ্ঘের বৌদ্ধ বিহার
অবিদিত বেদনার, নির্মম কবিতা
সুর্যাস্তের অগ্নি-প্রবল রাত্রি।

এই পাপ তোমার
বুদ্ধের মুর্তির শান্ত দুটি চোখ
চেয়ে আছে নির্বাকে
দগ্ধতার স্পর্শে – লজ্জিত মহাসাগর


এই পাপ তোমার
এই পাপ আমার
এই পাপ ষোল কোটি বাঙালীর
আশ্রমের ভূখল জানোয়ার
সন্ধা-কাশের চির-কালপুরুষ
অশ্রুমোচনের ক্লান্ত দীর্ঘশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন