এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

তবুও ভালোবাসি …

তবুও ভালোবাসি …

 
সেই ছোটবেলা থেকে তাকে আমি চিনতাম ।তখণ তো জানতাম না ভালবাসা কি ,প্রেম কি ।সে ছিলো তখন শুধুই খেলার সাথী ।
কখন যে বড় হয়ে গেলাম দেখতে দেখতে ।
একটা সময় বুঝতে পারলামআমরা দুজন দুজনকে ভালোবাসি ।
আমরা বন্ধুর চেয়েও বেশী কিছু ।
সে ছিলো আমার প্রথম এবং শেষ ভালোবাসা ।সবকিছু ঠিকঠাক মতই চলছিলো ।আমি জানতাম সে আমারই হবে ।
হঠাত একদিন দুর্ঘটনা…..

আমি হারালাম চলার শক্তি ।সাথে হারালাম আমার ভালোবাসা ।
আমার স্বপ্ন ।আমার সবকিছুই হারালাম ।
সে আর আমার হলো না ।আমি তার দোষ দেবো না ।
হয়তো কপালে লেখা ছিলো না ।
আমি এখনো তাকে মিস করি আগের মতই ।
এখন তুমি আমার নও
তবুও  ভালোবাসি….

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন