এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

আমি তোমাকে কোনোদিন দেখিনি কিন্তু মনের
ভিতরে তোমার একটা ছবি একে ফেলেছিলাম।
আমার ভালবাসার মানুষ যতই থাকুক না কেন
যেদিন তোমাকে আমার সামনে পাবো ঠিক সেই
মুহূর্ত থেকে তুমিই হবে আমার সবচেয়ে আদরের।
আমি না দেখেই সত্যি তোমাকে অনেক ভালবেসে ফেলেছি কারন
আমি জানি তুমি হবে ঠিক তোমার বাবার মত।
মটু,গুল্লু... :')
অনেক আদর আদর...ঠিক যেন একটা আদরের
বস্তা!!!
তো কি হয়েছে তোমার কোন অস্তিত্ব নেই। তুমিই তো আমার স্বপ্ন।
তোমাকে আর তোমার বাবা কে নিয়ে আমি অনেক
স্বপ্ন সাজিয়েছি বাচ্চা।
আমার একটা বাচ্চা না।
দুই দুইটা বাচ্চা।
একটা বড় বাচ্চা,যাকে তুমি বাবা বলে ডাকবে আর আমার
ছোট্ট বাচ্চা হলে তুমি।
দুই জন কে আমি নিজের হাতে খাইয়ে দিব।
মাথায় হাত বুলিয়ে ঘুম পারাবো।
অনেক স্বপ্ন আমার তোমাকে নিয়ে।
তো কি হয়েছে যে তোমার কোন অস্তিত্ব নেই। তোমাকে যখন আমি আমার ভিতরে অনুভব
করি তখন তোমার বাবার মুখটা আমার
সামনে ভেসে উঠে।
তোমাকে যখন
গুটি গুটি পায়ে হাটতে দেখবো তোমার বাবার
ছেলে বেলা আমার চোখের সামনে ভেসে উঠবে। সব কিছুর মাঝে আমি তোমার
বাবা কে খুঁজে ফিরি কেন জানো?
কারন আমি আমার হৃদয় টা উজার করে তোমার
বাবা কে ভালবাসি।
আর তোমাকে নিয়ে আমি শুধু স্বপ্ন সাজাই।
জানি,তোমার কোন অস্তিত্ব নেই। কি হয়েছে তাতে?
বাচ্চা...তুমি কি জানো কেন তোমার কোন
অস্তিত্ব নেই?
জানো না...
শোনো তাহলে...কারন তোমার কোন বাবা নেই।
কেন তোমার বাবা নেই জানো? কারন তোমার মা এর ভাগ্যে তোমার বাবা ছিল
না।
তোমার মা আর বাবার কোন দিন বিয়ে হয়নি।
তারা শুধু একজন আর একজন কে ভালোবাসতো।
এক সময় তোমার বাবা নামক মানুসটা তোমার
মা কে ছেড়ে চলে যায় তাই তোমার অস্তিত্ব কোনদিন আমি আমার ভেতর অনুভব
করতে পারিনি।
শুধু স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর জীবনের।
যা কোনদিন পূরণ হবার ছিল না।
কিন্তু তুমি সারাজীবন বেচে থাকবে আমার
ভালবাসায়। আমার হৃদয়ে।
আমার অস্তিত্বে... :')

 nAhId

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন