♥ অপেক্ষা ♥
এক ছেলে এক মেয়েকে খুব ভালবাসতো ।মেয়েটির সাথে প্রতিদিন ছেলেটির দেখা হতো ।প্রতিদিন ঠিক সময়ে ছেলেটির সাথে পার্কে দেখা করতে যেত ।
কিন্তু ছেলেটি প্রতিদিনই দেরী করে আসতো ।মেয়েটি অপেক্ষা করতো ।ছেলেটি তারপর আসতো ।
একদিন ছেলেটি মেয়েটির আগে পার্কে পৌছে গেলো ।সেদিন মেয়েটি্এলো না ।সেদিন দেখা হলো না ।
একদিন যায়, দুই দিন যায় মেয়েটি আর এলো না ।
ছেলেটি মেয়েটির বাসায় গেলো এবং জানতে পারলো-
মেয়েটি আর মাত্র এক সপ্তাহ এই পৃথিবীতে বাচবে । ছেলেটি পার্কে ফিরে গেলো সেখানে যেখানে মেয়েটি তার সাথে দেখা করতে আসতো ।
খুব করে কান্না করলো এবং আত্নহত্যার সিদ্ধান্ত নিলো ।
ছেলেটি মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লিখে গেলো-

একদিন যায়, দুই দিন যায় মেয়েটি আর এলো না ।
ছেলেটি মেয়েটির বাসায় গেলো এবং জানতে পারলো-
মেয়েটি আর মাত্র এক সপ্তাহ এই পৃথিবীতে বাচবে । ছেলেটি পার্কে ফিরে গেলো সেখানে যেখানে মেয়েটি তার সাথে দেখা করতে আসতো ।
খুব করে কান্না করলো এবং আত্নহত্যার সিদ্ধান্ত নিলো ।
ছেলেটি মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লিখে গেলো-

” তুমি সব সময় আমার আগে পৌছে যেতে এবং অপেক্ষা করতে ।
আজ আমি তোমার আগে পৌছে যাবো এবং অপেক্ষায় থাকবো …. । ”
আজ আমি তোমার আগে পৌছে যাবো এবং অপেক্ষায় থাকবো …. । ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন