এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

তুমি কেমনে এত নিঠুর হইলা

তুমি কেমনে এত নিঠুর হইলা
অন্তত পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা ফিরিয়া
দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি
সারাটা জনম
তুমি কাছে আইসা দুঃখটারে
বাড়াইয়া গেলা
এই জনমে তোমার আমার
হইব নারে মিলন
আমার বুকের ভিতর আগুন জ্বলে
তুষেরই মতন
আমি আরেক জনম চাইব শুধু
তোমারও লাগিয়া


NaHiD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন