তুমি কেমনে এত নিঠুর হইলা
অন্তত পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা ফিরিয়া
দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি
সারাটা জনম
তুমি কাছে আইসা দুঃখটারে
বাড়াইয়া গেলা
এই জনমে তোমার আমার
হইব নারে মিলন
আমার বুকের ভিতর আগুন জ্বলে
তুষেরই মতন
আমি আরেক জনম চাইব শুধু
তোমারও লাগিয়া
NaHiD
অন্তত পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা ফিরিয়া
দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি
সারাটা জনম
তুমি কাছে আইসা দুঃখটারে
বাড়াইয়া গেলা
এই জনমে তোমার আমার
হইব নারে মিলন
আমার বুকের ভিতর আগুন জ্বলে
তুষেরই মতন
আমি আরেক জনম চাইব শুধু
তোমারও লাগিয়া
NaHiD
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন